ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথম স্ত্রীকে তালাক না দেওয়ায় দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা

বরিশাল সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ৩০ সেপ্টেম্বর ২০২৫  
প্রথম স্ত্রীকে তালাক না দেওয়ায় দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা

বরিশালের গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রামে প্রথম স্ত্রীকে তালাক না দেওয়ায় প্রবাসী স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন দ্বিতীয় স্ত্রী রুনা বেগম (২৫)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

আরো পড়ুন:

নিহত রুনা ওই গ্রামের দুবাই প্রবাসী মনির হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রীর সন্তান না হওয়ায় গত ৭ মাস আগে গার্মেন্টস শ্রমিক রুনাকে ঢাকায় বিয়ে করেন মনির। এরপর তিনি (মনির) প্রথম স্ত্রীকে তার বাবার বাড়ি উজিরপুরের সাতলা এবং দ্বিতীয় স্ত্রীকে ভীমেরপাড় গ্রামের নিজ বাড়িতে রেখে দুবাই চলে যান।

গত কয়েকদিন ধরে দ্বিতীয় স্ত্রী রুনা তার প্রবাসী স্বামী মনিরকে প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছিলেন। এ নিয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ও শাশুড়ির সঙ্গে ঝগড়া হয় রুনার।

ওইদিন দুপুরে পরিবারের কাউকে না জানিয়ে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন রুনা। দ্রুত তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে রুনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ঢাকা/পলাশ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়