বরিশালে স্পিডবোটে এসে ৮ দোকানে ডাকাতি
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বরিশালে গৌরনদী উপজেলায় নদীপথে স্পিডবোটে এসে ধারালো অস্ত্রের মুখে বাজারের পাহারাদারদের বেঁধে আট দোকানে ডাকাতি করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সরিকল ইউনিয়নের হোসনাবাদ বাজারে ডাকাতি সংঘটিত হয়।
বুধবার (৮ অক্টোবর) সকালে ওই বাজারের ব্যবসায়ী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আতাহার মাতুব্বর জানিয়েছেন, নদীপথে একটি স্পিডবোটে করে ১২-১৫ জনের সশস্ত্র ডাকাতদল হোসনাবাদ বাজারে আসে। বাজারে ঢুকে প্রথমে অস্ত্রের মুখে পাহারাদার পলাশ ও আয়নাল হককে বেঁধে ফেলে। পরে বাজারের আটটি দোকানের তালা কেটে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।
তিনি আরো জানান, ডাকাত দল তিনটি স্বর্ণের দোকান থেকে স্বর্ণালংকার, একটি বেকারি থেকে নগদ ৪৫ হাজার টাকা, দুটি মোবাইলের দোকান থেকে নগদ প্রায় ৭ লাখ টাকা ও দুটি মুদি দোকান থেকে নগদ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
বেকারিতে প্রবেশের সময় শ্রমিকরা বাধা দিলে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়। বাজারের সিসি ক্যামেরা ভেঙে ফেলে ডাকাতদল।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘‘রাতে এবং সকালে দুই দফায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’’
ঢাকা/পলাশ/বকুল