ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বঙ্গোপসাগরে ভাসমান ট্রলারসহ ২৬ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ৮ অক্টোবর ২০২৫  
বঙ্গোপসাগরে ভাসমান ট্রলারসহ ২৬ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান একটি মাছধরা ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করে নৌবাহিনীর সদস্যরা।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান একটি মাছধরা ট্রলারসহ ২৬ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (৭ অক্টোবর) নিয়মিত টহল কার্যক্রমের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ ট্রলারটি শনাক্ত করে উদ্ধার অভিযান পরিচালনা করে।

চট্টগ্রামস্থ ঈশা খাঁ ঘাঁটি নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে ‘এমভি তাজমিনুর রহমান’ নামে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে জেলেরা মাঝসমুদ্রে আটকে পড়ে। ট্রলারের অস্বাভাবিক গতিবিধি দেখে নৌবাহিনীর সদস্যরা কাছে এগিয়ে গেলে বিপদ সংকেত শনাক্ত করে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।

আরো পড়ুন:

উদ্ধারের পর ক্ষুধার্ত ও ক্লান্ত জেলেদের তাৎক্ষণিকভাবে খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে ট্রলারসহ তাদের নিরাপদে তীরে নিয়ে এসে পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জেলেদের তথ্য অনুযায়ী, ট্রলারটি ৩০ সেপ্টেম্বর মাছ ধরতে সমুদ্রে গিয়েছিল এবং ৩ অক্টোবর ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে যায়। উদ্ধারকৃত সবাই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমা সুরক্ষা ও উপকূলীয় জনগণের নিরাপত্তায় তাদের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
 

ঢাকা/রেজাউল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়