ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলি বন্দরে কাঁচা মরিচ আমদানিতে ১৯ কোটি টাকা রাজস্ব আদায়

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ৯ অক্টোবর ২০২৫   আপডেট: ০৮:৪৭, ৯ অক্টোবর ২০২৫
হিলি বন্দরে কাঁচা মরিচ আমদানিতে ১৯ কোটি টাকা রাজস্ব আদায়

হিলি বন্দরে ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ ট্রাক থেকে নামানোর প্রস্তুতি নিচ্ছেন শ্রমিকরা

দিনাজপুরের হিলি স্থলবন্দরে গত চার মাসে ৬৬২টি ট্রাকে ৫ হাজার ১৮৫ মেট্রিক টন কাঁচা মরিচ ভারত থেকে আমদানি করা হয়েছে। এ থেকে রাজস্ব আদায় হয়েছে ১৯ কোটি টাকা।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। 

আরো পড়ুন:

নিজাম উদ্দিন বলেন, “চলতি অর্থবছরের জুলাই মাস থেকে বুধবার (৮ অক্টোবর) পর্যন্ত হিলি বন্দরে ৬৬২টি ট্রাকে ৫ হাজার ১৮৫ মেট্রিক টন কাঁচা মরিচ ভারত থেকে আমদানি হয়েছে। যা থেকে রাজস্ব আদায় হয়েছে প্রায় ১৯ কোটি টাকা।” 

তিনি বলেন, “কাঁচা মরিচ পচনশীল পণ্য। এ কারণে আমরা দ্রুততার সঙ্গে কাস্টমসের সব কার্যক্রম শেষ করে পণ্যটি ছাড়করণ করে থাকি। বন্দরে অন্যান্য পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।” 

ঢাকা/মোসলেম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়