ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় নারীকে হত্যা করে ডাকাতি

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ১৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১৩:৩০, ১৭ অক্টোবর ২০২৫
বগুড়ায় নারীকে হত্যা করে ডাকাতি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় বিমলা পোদ্দার (৬৫) নামে এক নারীকে হত্যার পর ঘর থেকে নগদ টাকা লুট করেছে ডাকাতরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মধ্যরাত আড়াইটার দিকে হেমচাঁদ পোদ্দার হিমু নামে এক ব্যবসায়ীর বাড়িতে হত্যাকাণ্ডটি ঘটে।

নিহত বিমলা উপজেলার তালোড়া পৌর এলাকার বাজার মহল্লার মৃত রাধেশ্যাম পোদ্দারের মেয়ে এবং হেমচাঁদের পোদ্দারের বোন।

আরো পড়ুন:

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে হেমচাঁদ পোদ্দার জানান, তারা দুই ভাই ও তিন বোনসহ মোট পাঁচজন এ বাড়িতে বসবাস করেন। বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে ৫-৭ ডাকাত মুখে মুখোশ পড়ে পেছন দিক থেকে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা ঘরের দরজায় ধাক্কা দেয়। দরজা খুলেলই ডাকাতরা তাকে এবং অন্য ভাই-বোনদের মারধর করে।

এসময় বিমলা চিৎকার করলে ডাকাতরা তাকে হত্যা করে। পরে চাবি দিলে, ডাকাতরা সিন্দুক খুলে ও ঘরের অন্যান্য আসবাবপত্র তছনছ করে ৩-৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, মামলার প্রস্তুতি চলছে। হত্যা ও ডাকাতির ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়