ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে নবীন বরণে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২৪

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২০ অক্টোবর ২০২৫   আপডেট: ১৫:৫২, ২০ অক্টোবর ২০২৫
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে নবীন বরণে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২৪

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃতরা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রবিবার (১৯ অক্টোবর) নবীন বরণ অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৪ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও র‌্যাব নগরীর বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

সোমবার (২০ অক্টোবর) সকালে র‍্যাব-১১-এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ ও কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন:

পুলিশ জানায়, রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আধিপত্য নিয়ে তর্কাতর্কি সংঘর্ষে রূপ নিলে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। ঘটনাস্থলে চারজন শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, অনয় দেবনাথ, মাহিন ও রিজভী গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যবসায় শিক্ষা বিভাগের জিসান ও তাহফিদের সঙ্গে বিজ্ঞান বিভাগের তানভীন সিফাতের কথা কাটাকাটি হয়। এরপর সিফাত বাইরের বন্ধুদের সঙ্গে ধারালো অস্ত্র নিয়ে কলেজে ফিরে হামলা চালায়। সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কলেজজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক তরুণ রামদা হাতে দৌঁড়াচ্ছে এবং আরেকজনের হাতে পিস্তল রয়েছে। এলাকাবাসী জানান, অস্ত্রধারী তরুণ হলেন সিফাত।

কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, “ঘটনার পর পুলিশ কোতোয়ালী মডেল থানায় মামলা করেছে, যাতে ৬৩ জনকে আসামি করা হয়েছে।” 

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আব্দুল্লাহ বলেন, “রাতভর অভিযান চালিয়ে মূলহোতাসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

র‌্যাব-১১ এর মেজর সাদমান ইবনে আলম বলেন, “ঘটনার ভিডিও প্রকাশের পর দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। র‌্যাব তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করে, তাদের আদালতে পাঠানো হবে।”

ঢাকা/রুবেল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়