ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ২২ অক্টোবর ২০২৫  
ঝিনাইদহে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশ ও পচা মাংস বিক্রি বন্ধে ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে কালীগঞ্জ পৌর শহরের বিভিন্ন মাংসের দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানে জব্দ করা পচা মাংস মাটিতে পুতে ফেলা হয়।

আরো পড়ুন:

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহিন আলম এ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা হিসাবে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন মাংসের দোকানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা খাদ্য গুদামের সামনে পৃথক দুটি দোকানে অপরিচ্ছন্ন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে দুই বিক্রেতাকে জরিমানা করা হয়। প্রত্যেককে দেড় হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করেন আদালত।

এছাড়া শহরের নলডাঙ্গা সড়কে পৃথক অভিযানে পচা মাংস উদ্ধার করে তা মাটিতে পুতে ফেলার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। তবে পচা মাংস জব্দের ঘটনায় কাউকে আটক বা জরিমানা করা হয়নি।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, “অস্বাস্থ্যকর উপায়ে মাংস বিক্রি ও পঁচা বাসি মাংস বিক্রয় রোধে অভিযান অব্যাহত থাকবে। ভোক্তারা সচেতন হলে এ ধরনের অপকর্ম রোধ করা সম্ভব। যারাই এ ধরনের কাজ করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/শাহরিয়ার/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়