ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিশু ধর্ষণ চেষ্টা সন্দেহে বাকবিতণ্ডা, বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ২২ অক্টোবর ২০২৫  
শিশু ধর্ষণ চেষ্টা সন্দেহে বাকবিতণ্ডা, বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় শিশু ধর্ষণ চেষ্টার সন্দেহ থেকে বাকবিতণ্ডার জেরে ফুলবলী রবিদাস (৬৫) নামের এক বৃদ্ধা নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আবুয়া রবিদাস (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত ফুলবলী রবিদাস স্থানীয় বাসিন্দা মহেষ চন্দ্র রবিদাসের স্ত্রী।

বুধবার (২২ অক্টোবর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই নারীর মৃত্যু হয়।

এর আগে, গত রবিবার (১৯ অক্টোবর) রাতে ফুলপুর উপজেলার আমুয়াকান্দা খাধ্য গুদাম সংলগ্ন এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার সন্দেহ থেকে দুই পক্ষের বাকবিতণ্ডা হয়। এরই জেরে ওই বৃদ্ধ নারীকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, “৪ থেকে ৫ বছর বয়সি এক শিশুকে আবুয়া রবিদাস ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়।”

তিনি বলেন, “পরে ওই শিশুর দাদি ফুলবলী রবিদাসকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে আবুয়া রবিদাস। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ফুলবলী রবিদাসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।”

ওসি আরো বলেন, “এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুয়া রবিদাসকে (৪০) আটক করা হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। মূলত শিশু ধর্ষণ চেষ্টার সন্দেহ থেকে সৃষ্ট বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে থানায় অভিযোগ দায়ের হলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।”

ঢাকা/মাহমুদুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়