ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার 

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ২৪ অক্টোবর ২০২৫   আপডেট: ১২:৫১, ২৪ অক্টোবর ২০২৫
খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার 

লিটন ত্রিপুরা

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রের তারেং এলাকায় এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন ত্রিপুরা (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী। ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

গ্রেপ্তার লিটন ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্কুল শিক্ষিকা (২৯)  তার এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বন্ধুর সঙ্গে আলুটিলা যাচ্ছিলেন। পথে লিটন ত্রিপুরা মোটরসাইকেলে তাদের অনুসরণ করেন। তারেং এলাকায় পৌঁছে তিনি তাদের পথরোধ করেন। একপর্যায়ে লিটন শিক্ষিকাকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। এসময় শিক্ষিকার সঙ্গে থাকা বন্ধু কৌশলে কাছের সেনা ক্যাম্পে গিয়ে বিষয়টি জানান। পরে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লিটন ত্রিপুরাকে আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করেন।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌফিকুল ইসলাম জানান, লিটন ত্রিপুরার বিরুদ্ধে রাতেই ভুক্তভোগী মামলা করেছেন। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/রূপায়ন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়