ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রক্সি নিয়োগ পরীক্ষা দেওয়ায় জনতা ব্যাংকের কর্মকর্তাকে কারাদণ্ড

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ২৫ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:০৪, ২৫ অক্টোবর ২০২৫
প্রক্সি নিয়োগ পরীক্ষা দেওয়ায় জনতা ব্যাংকের কর্মকর্তাকে কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত গোলাম রববানী।

রংপুরে খাদ্য বিভাগের উপপরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে জনতা ব্যাংকের কর্মকর্তা গোলাম রববানী গ্রেপ্তার হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। 

শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে তাকে গ্রেপ্তার করা হয়। গোলাম রব্বানী জনতা ব্যাংক রংপুর করপোরেট শাখার কর্মকর্তা। 

আরো পড়ুন:

গোলাম রব্বানীর বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার টিওরমারী গ্রামে। তিনি ওই কেন্দ্রে পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনের (রোল নম্বর ২২৮৩৮৪৬) সঙ্গে মোটা অংকের টাকার চুক্তিতে তার প্রক্সি হিসেবে পরীক্ষায় অংশ নেন।

কুড়িগ্রাম জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মাহবুবে সোবহানী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনকে বহিষ্কার করা হয়েছে। তিনি খ্যাদ্য বিভাগের আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

রংপুরে ৪৬টি কেন্দ্রে ৫০ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন। 

ঢাকা/আমিরুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়