ঢাকা     রোববার   ০৯ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসপাতালে লড়ছেন গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ৫ নভেম্বর ২০২৫   আপডেট: ২০:৩৪, ৫ নভেম্বর ২০২৫
হাসপাতালে লড়ছেন গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

এরশাদ উল্লাহ। ফাইল ফটো

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর পূর্ব বায়েজিদের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তবে, কে বা কারা গুলি করেছে তাৎক্ষণিকভাবে সে তথ্য জানা যায়নি।

আরো পড়ুন:

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার চিকিৎসা চলছে। তিনি পর্যবেক্ষণে আছেন, তার অবস্থা বিপর্যয়কর নয়।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্ল্যাহ। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে এরশাদ উল্লাহসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাই।

বায়েজিদ বোস্তামী থানার ওসি জসীম উদ্দিন বলেন, ‘‘ঘটনাস্থলে পুলিশ আছে। আমি হাসপাতালে যাচ্ছি। তবে, কারা গুলি করেছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।’’

এরশাদ উল্ল্যাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।

গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এরশাদ উল্লাহ।

আসনটি জেলার বোয়ালখালী উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।

আরো পড়ুন: চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়