ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার আসনে গণঅধিকার পরিষদ প্রার্থী দেবে না: রাশেদ

‎ ‎ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ৯ নভেম্বর ২০২৫  
খালেদা জিয়ার আসনে গণঅধিকার পরিষদ প্রার্থী দেবে না: রাশেদ

হরিণাকুণ্ড উপজেলার একতারা মোড়ে এক গণসমাবেশে বক্তব্য রাখছেন রাশেদ খান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে তিন আসনে প্রার্থী হবেন’, সেখানে গণঅধিকার পরিষদ কোনো প্রার্থী দেবে না জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।

আজ রবিবার (৯  নভেম্বর) ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার একতারা মোড়ে এক গণসমাবেশে তিনি এ সব কথা বলেন। এর আগে হরিণাকুণ্ড উপজেলার একতারা মোড়ে গণঅধিকার পরিষদের দুর্বৃত্তদের দ্বারা ভাঙচুর করা অফিস পরিদর্শন করেন তিনি।

আরো পড়ুন:

গত ৩ নভেম্বর সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এতে দিনাজপুর-৩ (সদর), ফেনী-১ (পরশুরাম, ছাগইনাইয়া ও ফুলগাজী) ও বগুড়া-৭ (গাবতলী ও শাজাহাপুর) খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানানো হয়েছে।

রাশেদ খান বলেন, ‘‘খালেদা জিয়া যে আসনগুলোতে নির্বাচন করবেন, সেখানে কাউকে নমিনেশন দেবে না গণঅধিকার পরিষদ। তিনি অনেক কষ্টে জেল-জুলম সহ্য করেছেন, তাকে সবাই সমর্থন করবেন।’’ 

তিনি বলেন, ‘‘সেরা নির্বাচন করার জন্য মুখের বুলিই শুধু শুনছি, রাজনৈতিক দলগুলোকে সান্ত্বনার বাণী শোনানো হচ্ছে। গণঅভ্যুত্থানের পরে আমার কাছে মনে হচ্ছে, রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। বরং দেশে হানাহানি, মারামারি ও বিদ্বেষ বেড়ে চলেছে।’’ 

‎এ সময়  উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক এম সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ রাজন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী প্রমুখ। 

ঢাকা/সোহাগ/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়