ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
পারিবারিক কলহের জেরে মাদারীপুরের শিবচরে ঘুমন্ত মতি মিয়াকে (৬৫) কুপিয়ে হত্যার করেছেন ফারুক মিয়া (২৭) নামে এক যুবক। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
রবিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পঞ্চগ্রাম এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত মতি মিয়া (৬৫) চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে কয়েকদিন আগে পরিবার নিয়ে মাদারীপুরের শিবচরে আসেন তিনি। নিহত মতি ও অভিযুক্ত ফারুক সম্পর্কে বাবা-ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেলে ফারুক তার বাবা মতি মিয়ার সঙ্গে ঝগড়া করেন। রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে, ফারুক তার ঘুমন্ত বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ছেলেকে আটক করে।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”
ঢাকা/বেলাল/মাসুদ