কাশিয়ানীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
এনামুল হক মিরাজ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক মিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাস দমন আইনে হওয়া মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে কাশিয়ানী উপজেলার ঢাকা- খুলনা মহাসড়কের ফুকরা ও মাজড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়।
তিনি জানান, সেই ঘটনায় সন্দেহভাজন আসামি হিসাবে ইউপি চেয়ারম্যান এনামুল হক মিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।
ঢাকা/বাদল/মাসুদ