ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিচারকের ছেলে হত্যা

হেফাজতে থাকা আসামিকে গণমাধ্যমে কথা বলতে দেওয়ায় ৪ পুলিশ প্রত্যাহার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ১৫ নভেম্বর ২০২৫   আপডেট: ২১:১৫, ১৫ নভেম্বর ২০২৫
হেফাজতে থাকা আসামিকে গণমাধ্যমে কথা বলতে দেওয়ায় ৪ পুলিশ প্রত্যাহার

তাওসিফ রহমান। ফাইল ফটো

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমানকে (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় আটক হয়ে পুলিশ হেফাজতে থাকা লিমন মিয়াকে (৩৪) গণমাধ্যমে কথা বলতে দেওয়ায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে তাদের প্রত্যাহার করে আরএমপির পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তারা নগরীর রাজপাড়া থানায় কর্মরত ছিলেন।

আরো পড়ুন:

চার পুলিশ সদস্য হলেন- উপ-পরিদর্শক (এসআই) আবু শাহাদাত, কনস্টেবল আব্দুস সবুর, মাহফুজার রহমান ও মিঠু সরদার।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘‘দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলায় চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে। কার কার দায়িত্বে অবহেলা ছিল, সে বিষয়ে তদন্ত চলছে। এরপরই বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় ভাড়া নেওয়া ফ্ল্যাটে খুন হন তাওসিফ। হামলায় আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীও। এছাড়া হামলাকারী নিজেও ধস্তাধস্তিতে আহত হন। হাসপাতালে ভর্তি করার পর অভিযুক্ত লিমন মিয়াকে হেফাজতে নেয় পুলিশ। ওই সময় লিমন একটি গণমাধ্যমে কথা বলেন। পরে এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনায় রাজশাহী আদালতে একটি বিবিধ মামলা হয়েছে। হেফাজতে থাকা আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ায় আদালত শনিবার আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে শোকজ করেছেন। আগামী ১৯ নভেম্বরের মধ্যে আদালতে সশরীরে হাজির হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ঢাকা/কেয়া/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়