ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমদানির খবরে হিলিতে কমেছে পেঁয়াজের দাম 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ১৬ নভেম্বর ২০২৫   আপডেট: ০৯:১১, ১৬ নভেম্বর ২০২৫
আমদানির খবরে হিলিতে কমেছে পেঁয়াজের দাম 

হিলি বাজারের পেঁয়াজের মোকাম।

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দর বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। প্রকার ভেদে ৯০ টাকার পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন ভারত থেকে আমদানির খবরে বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। 

মোকামে দাম কমেছে এবং ভারত থেকে আমদানির খবরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। এমনটাই বলছেন, ব্যবসায়ীরা। এদিকে পেঁয়াজের দাম কমতে শুরু করায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারাও। 

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর হিলি বন্দর বাজার ঘুরে জানা যায়, গত তিন আগে পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয় কেজি প্রতি ৯০ টাকা দরে। খুচরা বিক্রি হচ্ছিলো ১০০ টাকা কেজি হিসেবে। বর্তমান দাম কমে পাইকারি বাজারে তা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। খুচরা বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে। 

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আব্দুল খালেক বলেন, “কয়েকদিন থেকে পেঁয়াজ দাম হুহু করে বেড়ে গিয়েছিল। এখন দাম কমের দিকে। তবে ৫০ থেকে ৬০ টাকা কেজি হলে ভাল হয়।”

বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, “আমরা আজ ৮৫ থেকে ৯০ টাকা কেজি পেঁয়াজ খুচরা বিক্রি করছি। ৮০ টাকা পাইকারি কেনা আছে।

হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, “গত তিন দিন আগে ৯০ টাকা কেজি দরে পাইকারি পেঁয়াজ বিক্রি করেছিলাম। আজ তা ৮০ টাকা কেজি হিসেবে পাইকারি বিক্রি করছি। বর্তমান মোকামে পেঁয়াজের দাম অনেকটা কমের দিকে। কম দামে পাচ্ছি তাই কম দামে বিক্রি করছি। শুনছি ভারত থেকে আবারও পেঁয়াজ আমদানি শুরু হবে। আমার মনে হয় আমদানির খবরে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।”

ঢাকা/মোসলেম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়