ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে আশুগঞ্জ সার কারখানায় সমাবেশ 

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ১৭ নভেম্বর ২০২৫   আপডেট: ১২:৫৭, ১৭ নভেম্বর ২০২৫
নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে আশুগঞ্জ সার কারখানায় সমাবেশ 

এক করপোরেশন, এক পে-স্কেল বাস্তবায়ন এবং কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীরা। দাবি মানা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দেন বিক্ষুব্ধরা।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সকাল সাড়ে ৮টা থেকে ঘণ্টব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। 

আরো পড়ুন:

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ১ মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। ফলে প্রতিদিন গড়ে ১১৫০ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে।

কারখানার প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত সমাবেশ সভাপতিত্ব করেন আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদ। বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আবু কাউসারসহ অন্যরা।

বক্তারা বলেন, একই কারখানার শ্রমিক-কর্মচারীদের জন্য দুইটি বেতন কাঠামো- যা বৈষম্যমূলক। শুধুমাত্র টেকনিশিয়ান ও অপারেটরদের মজুরি স্কেলে রেখে বাকি সবাইকে বেতন-ভাতা দেওয়া হয় জাতীয় পে স্কেলে। যাদের পরিশ্রমে কারখানা সচল থাকে, তাদের সঙ্গে এই বৈষম্য মানা যায় না। তাই মজুরি স্কেল বাতিল করে জাতীয় পে স্কেলে টেকনিশিয়ান ও অপারেটরদের অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা।

পাশাপাশি বিদেশ থেকে উচ্চমূল্যে সার আমদানি বন্ধ করে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের মাধ্যমে আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন পুনরায় চালুর দাবি জনান বক্তারা। পরে কারখানার ভেতরে বিক্ষোভ মিছিল করেন শ্রমিক-কর্মচারীরা।

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়