ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:১৯, ১৭ নভেম্বর ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার বারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর বয়স ৪৫ বছরের কাছাকাছি বলে জানিয়েছেন বারবাজার রেলওয়ে স্টেশনের মাস্টার সিদ্দিকুল ইসলাম।
তিনি বলেন, ‘‘খুলনার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস বারবাজার রেলওয়ের সিগন্যাল অতিক্রমের সময় কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’
ঢাকা/শাহরিয়ার/রাজীব