ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাকে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে ২০ বছর পর গ্রেপ্তার 

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ১৭ নভেম্বর ২০২৫  
মাকে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে ২০ বছর পর গ্রেপ্তার 

ফজল মিয়া।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাকে গলাকেটে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফজল মিয়াকে ২০ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। ফজল নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামের মৃত আশ্বব আলীর ছেলে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ তাকে কারাগারে পাঠায়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০০৫ সালের ২৯ অক্টোবর পারিবারিক কলহের জের ধরে মা আঙুরা বেগমকে গলাকেটে হত্যা করে ফজল। ঘরের ভেতর দেহ ও বাইরে মাথা রেখে তিনি পালিয়ে যান। এ ঘটনায় আঙুরার অপর ছেলে আব্দুর রশিদ নবীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। আদালত ফজলকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। 

আরো পড়ুন:

রবিবার (১৬ নভেম্বর) রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, ‘‘র‌্যাবের হাতে হস্তান্তরের পর আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’’ 


 

ঢাকা/মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়