গাজীপুরে বাসে অগ্নিসংযোগ, ভিডিও ভাইরাল
গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:৩৪, ১৯ নভেম্বর ২০২৫
আপডেট: ১৩:৪৯, ১৯ নভেম্বর ২০২৫
গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) ভোরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার সুফিয়া টেক্সটাইল মিলের পাশে এ নাশকতা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেছেন, “ভিডিওটি আমরা দেখেছি। তবে, ঘটনার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।”
ঢাকা/রফিক সরকার/রফিক