ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেনীতে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ২০ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:২১, ২০ নভেম্বর ২০২৫
ফেনীতে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

ফেনীতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের মরদেহ উদ্ধার হয়। এদের মধ্যে একজন ট্রেনে কাটা পড়ে, একজন হোটেলে নাস্তা করতে গিয়ে এবং অন্যজন গাছের ডাল ভেঙে পড়ে মারা গেছেন।

ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ দীপক দেওয়ান বলেন, “ফেনীর ফাজিলপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় দুর্ঘটনার শিকার হতে পারেন তিনি। মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।” 

আরো পড়ুন:

সকাল সাড়ে ১১টার দিকে সোনাগাজীর মতিগঞ্জ এলাকায় গাছ কাটার সময় ভেঙে পড়া ডালের আঘাতে মো. মুসা খাঁ (২৮) নামে এক শ্রমিক মারা গেছেন।

মুসা খাঁ বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার কালিরঘাট গ্রামের আবদুল খালেক খাঁর ছেলে। প্রায় দুই মাস আগে কাজের জন্য ফেনীতে আসেন এবং ধলিয়ার সোমবারিয়া বাজার এলাকায় ভাড়া থাকতেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সহকর্মীদের সঙ্গে গাছ কাটতে যান মুখা। এ সময় গাছের একটি ঢাল ভেঙ্গে পড়ে তার ওপর। গুরুতর আহত হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী মো. রাসেল বলেন, “গাছ কাটতে গিয়ে দুর্ঘটনায় মুসার মৃত্যু হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার ছোট ভাই ঈসা খাঁ চট্টগ্রাম থেকে ফেনীতে আসতে রওনা হয়েছেন। আমরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করেছি।’ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাগেরহাটে নিয়ে যাওয়া হবে।

আজ সকাল সাড়ে ৮টার দিকে ফেনীর শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের গার্ডেন রেস্টুরেন্টে নাস্তা করতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান খালেদ মাহমুদ (৩০) নামে এক যুবক। দিনাজপুর সদর উপজেলার রাজবাড়ী এলাকার খাদেমুল ইসলামের ছেলে খালেদ ফেনীতে সিঙ্গার কোম্পানির সার্ভিস সেন্টারে কাজ করতেন।

রেস্টুরেন্টের ওয়েটার রকি বলেন, “মারা যাওয়া যুবক নিয়মিত নাস্তা করতে আসতেন। আজ কিছুটা অসুস্থ দেখাচ্ছিল। বলেছিলেন, ঘাড়ে ব্যথা। নাস্তা আনতে গিয়ে দেখি তিনি আরো অসুস্থ হয়ে পড়েছেন। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।”

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামজুজ্জামান বলেন, “খালেদের মরদেহ মর্গে রাখা হয়েছে। তার ভগ্নীপতি শাহাব উদ্দিন ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।”

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রায়হান উদ্দিন চৌধুরী বলেন, “সকাল থেকে দুপুরের মধ্যে তিনজনের মরদেহ হাসপাতালে আসে। একজন ট্রেনে কাটা পড়ে, একজন গাছের ঢাল পড়ে এবং একজন অস্বাভাবিকভাবে মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।” 

ঢাকা/সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়