ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তাহাজ্জুদের নামাজের মধ্যে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ২৯ নভেম্বর ২০২৫   আপডেট: ২১:০৯, ২৯ নভেম্বর ২০২৫
তাহাজ্জুদের নামাজের মধ্যে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজের মধ্যে আকরাম হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদ্রাসার হেফজখানায় এ ঘটনা ঘটে।

আকরাম হোসেন পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ফারুক হোসেনের ছেলে ও বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

আরো পড়ুন:

মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন বলেন, ‘‘প্রতিদিনের মতো শুক্রবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে অন্য ছাত্রদের সঙ্গে আকরাম তাহাজ্জুদ নামাজ পড়ত উঠে। পরবর্তীতে নামাজরত অবস্থায় অসুস্থ হয়ে আরেক ছাত্রের কোলে ঢলে পড়ে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। সকালে মাদ্রাসা মাঠে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’’

আকরাম হোসেনের পবিত্র কোরআন শরিফের ১৬ পারা মুখস্থ হয়েছিল বলে জানান হাফেজ মহিন উদ্দিন।

এ বিষয়ে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান বলেন, ‘‘তাহাজ্জুদের নামাজের মধ্যে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।’’

ঢাকা/সুজন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়