সংস্কার ছাড়াই ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে: রেজাউল করিম
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে রংপুর বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখেন মুহাম্মদ রেজাউল করিম।
এক শ্রেণির ক্ষমতা লোভীরা রাষ্ট্র সংস্কার ছাড়াই ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে পাঁচ দফা দাবিতে ইসলামী সমমনা ৮ দলের রংপুর বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এ সময় রেজাউল করিম বলেন, ‘‘আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল, দেশে মৌলিক সংস্কার হবে; খুনী, টাকা পাচারকারীদের বিচার দৃশ্যমান হবে; এরপর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখলাম, এক শ্রেণির ক্ষমতালোভীরা সংস্কার এবং দৃশ্যমান বিচার গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডবল পাগল হয়ে গেছে।’’
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর রেজাউল করিম বলেন, ‘‘স্বাধীনতার ৫৩ বছর পর আজকে আল্লাহ রাব্বুল আলামীন আমাদের যে সুযোগ দিয়েছেন, এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি; ভবিষ্যৎ প্রজন্ম যখন ইতিহাস লিখবে, তখন আমাদের নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে।’’
সমাবেশ উপলক্ষে সকাল থেকে নেতাকর্মীরা দলে দলে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রবেশ করেন। দুপুরের আগে মাঠ ভরে যায়।
ঢাকা/আমিরুল/বকুল