ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জ-১ 

ধানের শীষের মনোনয়ন পেলেন রেজা কিবরিয়া

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৯:২০, ৪ ডিসেম্বর ২০২৫
ধানের শীষের মনোনয়ন পেলেন রেজা কিবরিয়া

ড. রেজা কিবরিয়া। 

হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মতো একটি দলের মনোনয়ন পেয়ে খুবই আনন্দিত হয়েছেন বলে জানিয়েছেন রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘‘এর ফলে আমি আমার এলাকা নবীগঞ্জ-বাহুবলের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। প্রথমেই আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। উন্নতমানের কলেজ, টেকনিক্যাল কলেজ, নার্সিং কলেজ করতে চাই। আন্তর্জাতিকমানের শিক্ষিত লোক তৈরির জন্য যা যা করা দরকার সবই আমি করতে চাই।’’

এই আসনে আরও চারজন ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে আলোচনায় ছিলেন সাবেক এমপি শেখ সুজাত মিয়া এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মুখলেছুর রহমান মুখলিস। তবে বেশ কিছুদিন ধরেই আলোচনায় উঠে আসে রেজা কিবরিয়ার নাম। গুঞ্জন ছিল, তিনি বিএনপিতে যোগ দিয়ে দলীয় মনোনয়ন পেতে পারেন। এই ঘোষণার মধ্য দিয়ে সেই গুঞ্জন সত্য হলো।

রেজা কিবরিয়া প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে। 

ঢাকা/মামুন//

সর্বশেষ

পাঠকপ্রিয়