পুকুর পাড়ে পড়ে ছিল কিশোরের লাশ
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নড়াইলের লোহাগড়ায় পুকুর পাড় থেকে তাজিম মোল্যা (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়নের চর-আড়িয়ারা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তাজিম মোল্যা ওই গ্রামের সৌদি প্রবাসী শহীদুল ইসলাম মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে তাজিম ও তার বন্ধুরা স্থানীয় একটি দোকানে ক্যারাম খেলছিল। পরে তাজিম আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রবিবার তাজিমের বাড়ি সংলগ্ন হবি মৃধার বাড়ির পাশের পুকুর পাড়ে একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে তাজিমের পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাজিমের তিন বন্ধুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তারা জানিয়েছে, তাজিম বন্ধুদের নিয়ে রাতে ডাব চুরি করতে যায়। পরে গাছ থেকে পড়ে মারা যায়।’’
ঢাকা/শরিফুল/রাজীব