ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির কারাগারে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ১৩ ডিসেম্বর ২০২৫  
যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির কারাগারে আত্মহত্যা

মিজানুর রহমান

যশোর কেন্দ্রীয় কারাগারে মো. মিজানুর রহমান (কয়েদি নং–৮৭০৯) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ৬টার মধ্যে কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মিজানুর রহমান শার্শা উপজেলার আমতলা গাতিপাড়া এলাকায় মো. আক্কাচ আলীর ছেলে। তিনি একটি হত্যা মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন।

কারাগার সূত্র জানিয়েছে, কারাগারের ভেতরে নির্জন স্থানে সকলের অগোচরে তিনি রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর কর্তব্যরত কারা কর্মকর্তারা তাকে উদ্ধার করে কারাগারের হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিস্তারিত তদন্তে কারা কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা/রিটন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়