ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেরানীগঞ্জে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

কেরানীগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ১৩ ডিসেম্বর ২০২৫  
কেরানীগঞ্জে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ঢাকার কেরানীগঞ্জের আগানগরে জমেলা টাওয়ারের নিচ তলায় একটি ঝুট গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫.৩০ মিনিটের দিকে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। 

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া জানান, ভোরে জমেলা টাওয়ার নামে ১২ তলা একটি ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত ঘটে। কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সুমন মিয়া জানান, ওই ভবনের নিচ তলায় ঝুটের গোডাউন রয়েছে। ভোরে সেখান থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। প্রথমে দুয়েকটি ইউনিট কাজ শুরু করে। পরে একে একে ১২টি ইউনিট যোগ দেয়। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

ঢাকা/শিপন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়