ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে কনকনে শীতের দাপট 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ১৩ ডিসেম্বর ২০২৫  
দিনাজপুরে কনকনে শীতের দাপট 

কুয়াশাচ্ছন্ন পথঘাট

গত এক সপ্তাহ ধরে কনকনে শীতে কাঁপছে দিনাজপুরের জনজীবন, বাড়ছে শীতের তীব্রতা। হাড়কাঁপানো শীতে বিপাকে পড়ছে সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন।

তিনি জানান, আজ দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ৯৬ শতাংশ।

তিনি আরো জানান, দেশের অন্যান্য কয়েকটি স্থানের তাপমাত্রা তেতুলিয়া (পঞ্চগড়) ৯.৩, রংপুর ১৪.২, সৈয়দপুর ১৩.৬, ডিমলা (নীলফামারী) ১২.০, বগুড়া ১৪.৪, ঈশ্বরদী (পাবনা) ১২.৫, রাজশাহী ১২.২, রাজারহাট (কুড়িগ্রাম) ১২.৮, বদলগাছি (নওগাঁ) ১১.৯, যশোর ১২.২, চুয়াডাঙ্গা ১২.৭ শ্রীমঙ্গল (মৌলভীবাজার) ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা/মোসলেম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়