ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে ২ প্রার্থীর মনোনয়ন স্থগিত, ১৩ জনের বাতিল

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৫১, ৩ জানুয়ারি ২০২৬
নড়াইলে ২ প্রার্থীর মনোনয়ন স্থগিত, ১৩ জনের বাতিল

নড়াইলের দুইটি সংসদীয় আসনে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত এবং ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসসহ মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থনকারী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এ ঘোষণা দেন। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, “নড়াইল-১ আসনে দাখিলকৃত কাগজপত্র যথাযথ থাকায় বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।”

জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি. এম. নাগিব হোসেনের মনোনয়নপত্র প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে স্থগিত রাখা হয়েছে। কাগজপত্র দাখিল সাপেক্ষে তাদের বৈধ ঘোষণা করা হবে। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আজিজসহ মোট ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল হান্নান সর্দার এবং মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

ঢাকা/শরিফুল/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়