ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরা-১ আসনে মনোনয়ন স্থগিত ২, বাতিল ১

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ৩ জানুয়ারি ২০২৬  
সাতক্ষীরা-১ আসনে মনোনয়ন স্থগিত ২, বাতিল ১

সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ রেজাউল করিমের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত জানানো হয়।

আরো পড়ুন:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় উচ্চ আদালত থেকে খালাস সংক্রান্ত রায়ের কাগজপত্র যাচাই সম্পন্ন না হওয়ায় বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। এছাড়া, মনোনয়নপত্রে ত্রুটি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ রেজাউল করিমের মনোনয়নও স্থগিত করা হয়।

অন্যদিকে, এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যাচাই-বাছাই শেষে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ইয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইজ্জত উল্লাহ এবং জাতীয় পার্টির প্রার্থী জিয়াউর রহমানসহ মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন স্থগিতের বিষয়ে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। ভয়ের কোনো কারণ নেই। হাইকোর্ট খুললেই যাচাই-বাছাই প্রক্রিয়ায় আর কোনো সমস্যা থাকবে না।

প্রসঙ্গত, সাতক্ষীরার ৪টি আসনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিন।

ঢাকা/শাহীন/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়