ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে ২৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:২৫, ৩ জানুয়ারি ২০২৬
টাঙ্গাইলে ২৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে ৬৫ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। 

শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী এই মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।  

আরো পড়ুন:

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ৮টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলসহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৮৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। পরে ৬৫ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদ, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনোয়ার হোসেন সাগর, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র আইনিন নাহার ও মো. শাহজাহান মিয়ার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

এ ছাড়াও টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম তালুকদার ও মো. আব্দুল হালিম মিঞা, টাঙ্গাইল-৫ (সদর) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা আক্তার, খেলাফতে মজলিসের প্রার্থী হাসনাত আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাকির হোসেন, বাংলাদেশ সুপ্রীম পার্টির হাসরাত খান ভাসানী, স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন, টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত জুয়েল সরকার ও রিপন মিয়া, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মামুনুর রহিম সুমন, স্বতন্ত্র মো. সাইফুর রহমান, মো. শরীফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ তালিকায় আরো আছেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির বহিষ্কৃত নেতা ফিরোজ হায়দার খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম রেজাউল করিম আলরাজী, খেলাফতে মজলিসের মো. আবু তাহের, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এসএম হাবিবুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আওয়াল মাহমুদ, আমজনতা পার্টির আলমগীর হোসেন, খেলাফতে মজলিসের মো. শহীদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান কামাল ও আবুল ফজল মাহমুদুল হক।  

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা/কাওছার//

সর্বশেষ

পাঠকপ্রিয়