স্বেচ্ছাসেবকদল নেতাকে হত্যার ঘটনায় মামলা
আজিজুর রহমান মুছাব্বীর। ফাইল ফটো
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বীরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) কশৈন্য চাকমা জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। যেখানে আসামিদের অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়েছে।
কশৈন্য চাকমা আরো বলেন, “আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।”
এর আগে ফার্মগেটের তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পাশের একটি গলিতে এই ঘটনা ঘটে। রাত ৮টা ২০ মিনিটের দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে মুছাব্বীরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে নিকটস্থ বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এই হামলায় সুফিয়ান বেপারী মাসুদ নামে আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মুছাব্বীর ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন।
ঢাকা/এমআর/ইভা