ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন: সালাউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:২৫, ৮ জানুয়ারি ২০২৬
স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন: সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফাইল ফটো

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বীরকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

সালাউদ্দিন আহমেদ বলেন, “মুছাব্বীরকে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখতে হবে। এ ধরনের ঘটনা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।”

তিনি আরো বলেন, “সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। শেষ পর্যন্ত একটি গ্রহণযোগ্য ও সফল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিএনপি আশাবাদী।” 

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে অন্য রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, “এ বিষয়ে কারও কোনো অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনকে জানানো উচিত। নির্বাচন কমিশনই এসব বিষয় দেখার সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত সংস্থা।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন উত্তরবঙ্গ সফর নিয়েও কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ জানান, অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই তারেক রহমান এই সফর করবেন। 

“শহীদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা। এই সফরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই,” বলেন তিনি।

দলীয় মনোনয়ন ও বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, “বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে অনেক যোগ্য নেতাকর্মীকেই চূড়ান্ত মনোনয়ন দিতে পারেনি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরো জানান, প্রয়োজনে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, যাতে দলীয় শৃঙ্খলা ও নির্বাচনি পরিবেশ বজায় থাকে।

ঢাকা/আলী/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়