সিরাজগঞ্জে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গত ২৮ ডিসেম্বর সিএনজিচালিত অটোরিকশার ভেতরে কলেজ শিক্ষার্থী রিয়াদকে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. সাকিনকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৭ জানুয়ারি) ঢাকার সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি।
আরো পড়ুন: সিরাজগঞ্জে দিবালোকে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
নিহত আব্দুর রহমান রিয়াদ (১৮) শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে। তিনি সিরাজগঞ্জ ইসলামীয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গ্রেপ্তার সাকিন সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লার মতি শেখের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানান, গত বছরের ২৮ ডিসেম্বর প্রাইভেট পড়তে আব্দুর রহমান রিয়াদ বাড়ি থেকে বের হন। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে শহরের (নাজমুল চত্বর) বাহিরগোলা রোড এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ভেতরে বসে থাকাবস্থায় গ্রেপ্তার সাকিনসহ ১০-১২ জন পরিকল্পিতভাবে চাইনিজ কুড়াল, রাম দা, চাপাতি ও ছুরি দিয়ে আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে চলে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ এম মুনসুর আলী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান রিয়াদ মারা যান।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ ঘটনায় রাত ১০টার দিকে নিহতের বাবা রেজাউল করিম বাদী হয়ে সাকিনসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সদস্যরা বুধবার (৭ জানুয়ারি) ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে সাকিনকে গ্রেপ্তার করে। সকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/অদিত্য/মাসুদ