ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেগম খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হওয়া যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ৩ জানুয়ারি ২০২৬  
বেগম খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হওয়া যুবকের মৃত্যু

মনিরুজ্জামান তুহিন।

বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হওয়া যুবক মনিরুজ্জামান তুহিন (৪০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান। তুহিনের বাড়ি যশোর জেলার মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে। 

মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু তুহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান মিন্টু জানান, তুহিন বিএনপির নিবেদিত সমর্থক ছিলেন। দীর্ঘদিন প্রবাসে থাকার পরও দলের কোনো পদ না থাকলেও বেগম খালেদা জিয়ার প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। সেই টানেই তিনি ঢাকায় জানাজায় যোগ দিতে গিয়েছিলেন। জানাজার ভিড়ের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকা/রিটন//

সর্বশেষ

পাঠকপ্রিয়