ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে নিখোঁজের পর মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ৯ জানুয়ারি ২০২৬  
গাজীপুরে নিখোঁজের পর মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সড়কের পাশ থেকে এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. শরিফ মিয়া (৩০)। তিনি উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের বাসিন্দা এবং মো. সিরাজ উদ্দিনের ছেলে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে শ্রীপুর–বরমী আঞ্চলিক সড়কের সোনাকর বড়পানি এলাকায় রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন:

নিহতের স্ত্রী আলো বেগম জানান, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আনুমানিক রাত ৮টার দিকে একটি ফোনকল পাওয়ার পর শরিফ বাড়ি থেকে বের হয়ে যান। তারপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়, একাধিকবার ফোন করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরদিন দুপুরে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি স্বামীর লাশ শনাক্ত করেন।

নিহতের মামা জালাল মিয়া বলেন, “দুপুরে গরু চরাতে গিয়ে এক ব্যক্তি রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে শরিফকে শনাক্ত করেন এবং পুলিশে খবর দেন।”

স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া জানান, শরিফ পেশায় একজন পরিবহন শ্রমিক ছিলেন। তিনি একটি গাড়িতে কন্টাক্টর হিসেবে কাজ করতেন। বুধবার রাতে গাড়ি থেকে নামেন শরিফ। শুক্রবার দুপুরে তার মৃত্যুর খবর পেয়ে টঙ্গী থেকে ঘটনাস্থলে আসেন তিনি।

শ্রীপুর থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ শনাক্ত করা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/রফিক/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়