ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আলমগীর হত্যা: সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৫২, ৪ জানুয়ারি ২০২৬
আলমগীর হত্যা: সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন

যশোর শহরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আলমগীর হোসেন নিহত হওয়ার ঘটনার পর সাতক্ষীরার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ঘটনায় জড়িত পলাতক আসামিরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে রবিবার (৪ জানুয়ারি) সকাল থেকে সাতক্ষীরা সীমান্তে অতিরিক্ত নজরদারি, চেকপোস্ট স্থাপন ও তল্লাশি কার্যক্রম শুরু করেছে বিজিবি।

আরো পড়ুন:

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, “অভিযুক্তরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রতিটি সীমান্ত পয়েন্টে তল্লাশি জোরদার করা হয়েছে।”

ঢাকা/শাহীন/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়