ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেই আয়েশার রোল হয়েছে ২, শিক্ষকের চোখে জল 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ১০:৩৪, ৬ জানুয়ারি ২০২৬
সেই আয়েশার রোল হয়েছে ২, শিক্ষকের চোখে জল 

আয়েশার রেজাল্ট কার্ড (বাঁয়ে), ছোট্ট শিশু আয়েশা (ডানে)।

লক্ষ্মীপুরে সম্প্রতি বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে মারা গেছে তার  শিশু কন্যা আয়েশা আক্তার বিনতি (৮)। সেই আয়েশা এবার দ্বিতীয় শ্রেণি থেকে তৃতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জানিয়েছেন মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে সে। 

এই সাফল্যে সবার খুশি হওয়ার কথা থাকলেও বয়ে এনেছে বেদনা। আয়েশা এখন অন্ধকার কবরে শুয়ে আছে। নিজের সাফল্য নিজেই দেখে যেতে পারল না ছোট্ট শিশুটি। 

আরো পড়ুন:

এবার আয়েশা তৃতীয় শ্রেণিতে ভর্তি হওয়ার কথা ছিল। সবশেষ দেওয়া বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলও হয়েছে তার। রোল ২২ থেকে ২ হয়েছে। তার নামটি তৃতীয় শ্রেণির হাজিরা খাতায় উঠলেও সে আর নেই। গত ১৯ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা তাদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। সেই আগুনেই পুড়ে মারা যায় ছোট্ট আয়েশা।

আয়েশা লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্তা বাজার এলাকারফাইভ স্টার স্কুলের দ্বিতীয় শ্রেণির ফলপ্রার্থী ছিল। সে ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও চরমনসা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে।

স্কুলের প্রধান শিক্ষক নোমান সিদ্দিকী বলেন, “আয়েশা, সায়মা ও স্মৃতি তিনজনই আমার শিক্ষার্থী ছিল। আয়েশা খুব মেধাবী ছিল। সে মেধাতালিকায় এবার দ্বিতীয় স্থান অর্জন করেছে। দ্বিতীয় শ্রেণিতে তার রোল ছিল ২২, তৃতীয় শ্রেণিতে হয়েছে ২। কিন্তু সেতো আর নেই। তার ফলাফলটি আমাদের কষ্ট দিচ্ছে। এমন ফলাফলে আয়েশার চোখে মুখে উচ্ছ্বাস দেখা যেত। কিন্তু তার ফলাফল শুনে এখন সবার চোখে অশ্রু বইছে।”

আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “আয়েশা ৫০০ নম্বরের মধ্যে ৪৪৩ নম্বর পেয়ে দ্বিতীয় হয়। এর মধ্যে বাংলাতে ৮০, ইংরেজিতে ৮৮, ইসলাম ও নৈতিক শিক্ষায় ৯৩, গণিতে ৮৭, সাধারণ জ্ঞানে ৫০ এ ৪৮ ও ড্রইংয়ে ৫০ এ ৪৭ পেয়েছে। এ ফলাফল তার জীবনে নতুন দিগন্ত উন্মোচিত করত। কিন্তু তা আর হলো না। আমরা চাই যারা স্মৃতিকে পুড়িয়ে হত্যা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।”

ঢাকা/লিটন/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়