সিরাজগঞ্জে খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের স্থান পরিদশর্ন করেছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা
দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফেরার পর আগামী ১১ জানুয়ারি বগুড়ায় যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে যাওয়ার পথে সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।
বুধবার (৭ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুু এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তণের পর এই প্রথম ঢাকার বাইরে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তিনি আগামী ১১ জানুয়ারি ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় যাবেন। ১২ জানুয়ারি (সোমবার) সকালে আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গণদোয়ায় অংশ নেবেন। পরে তিনি রংপুরে যাবেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “আগামী ১১ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে তারেক রহমান সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে অবস্থিত বিসিক শিল্পপার্ক এলাকায় তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। মাহফিলে জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।”
ইতোমধ্যে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। তারেক রহমানের আগমন ও দোয়া মাহফিলকে সফল করতে দলের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ঢাকা/অদিত্য/মাসুদ