ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৬টি ঘর

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ১১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১০:২৭, ১১ জানুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৬টি ঘর

রবিবার ভোরে মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার কাছমালদা এলাকায় লাগা আগুনে ছয়টি ঘর পুড়ে যায়।

মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে অগ্নিকাণ্ডে ছয়টি টিনের ঘর পুড়ে গেছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার কাছমালদা এলাকার শাহ আলমের বাড়িতে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে কাছমালদা এলাকার শাহ আলমের বাড়ি থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে তা আশপাশের আরো পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন:

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম  জানান, আগুন লাগার খবর পেয়ে টংগীবাড়ী ও সিরাজদিখান ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

 তিনি আরো জানান, আগুনে ছয়টি টিনের ঘর পুড়ে গেছে। কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়