মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু আইসিইউতে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
গুলিবিদ্ধ শিশু আফনান।
মিয়ানমারের অভ্যন্তরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের সময় দেশটি থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত ১২ বছর বয়সী শিশু আফনানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবীড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
আজ রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৫টার দিকে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।
আহত শিশু আফনানের চাচা মোহাম্মদ শওকত জানান, প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেল ৫টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে শিশু আফনান জখম হয়। তখন শিশুটি মারা গেছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়।
রবিবার (১১ জানুয়ারি) বিকেলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম শিশুটির বেঁচে থাকার তথ্য জানান। তিনি জানান, গুলিবিদ্ধ শিশুটি মারা যায়নি। গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রামে রেফার করা হয়েছে।
আহত শিশু আফনান (১২)। সে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার জসিম উদ্দিনের মেয়ে। রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে গুলিবিদ্ধ শিশুটি মারা গেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানান, সকাল পৌনে ১০টায় মিয়ানমারের রাখাইন রাজ্যের তোতারদ্বীপ এলাকায় আরাকান আর্মির সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। এ সময় মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি এসে আফনান বিদ্ধ হয়।
ইনচার্জ খোকন কান্তি রুদ্র সকালে রাইজিংবিডি ডটকম-কে জানান, গুলিটি শিশু আফনানের কানে লাগে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিকেলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, “শিশুটি গুলিবিদ্ধ হয়েছে ঠিকই, তবে সে এখনো জীবিত। তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে।”
ঢাকা/রেজাউল/বকুল