ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাজিরায় ৪৫টি ককটেল ও অস্ত্র উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ১২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:২৭, ১২ জানুয়ারি ২০২৬
জাজিরায় ৪৫টি ককটেল ও অস্ত্র উদ্ধার

জব্দকৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও ড্রোন

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের একাধিক গ্রামে অভিযান চালিয়ে ৪৫টি ককটেল, বিস্ফোরক দ্রব্য, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও ড্রোন উদ্ধার করেছে যৌথ বাহিনী।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে এই অভিযান চালানো হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় চারজনকে।

আরো পড়ুন:

আরো পড়ুন: শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত 

পুলিশ জানায়, সম্প্রতি বিলাসপুর এলাকায় একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ঠেকাতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা বিভাগ এবং বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা অংশ নেন। সেনাবাহিনীর প্রশিক্ষিত ডগ স্কোয়াড ব্যবহার করে অবিস্ফোরিত ককটেল শনাক্ত করা হয়। উদ্ধার হওয়া ককটেলগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেন বলেন, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আটক চারজনকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে। বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।”

যৌথবাহিনীর সদস্যরা


গত বৃহস্পতিবার বিলাসপুরের মুলাই বেপারী কান্দি গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হন। ওই ঘটনায় বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পরে ৫৩ জনের নাম উল্লেখ করে জাজিরা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা  হয়। 

ঢাকা/সাইফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়