ঢাকা     রোববার   ১৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দল থেকে সকাল-বিকেল ফোন করে বলছে মন্ত্রিত্ব দেব, আসনটা ছেড়ে দেন: রুমিন

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ১৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:৫৩, ১৭ জানুয়ারি ২০২৬
দল থেকে সকাল-বিকেল ফোন করে বলছে মন্ত্রিত্ব দেব, আসনটা ছেড়ে দেন: রুমিন

বিএনপি থেকে বহিষ্কৃত ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা দাবি করে বলেছেন, ‘‘দল (বিএনপি) থেকে এখন সকাল-বিকেল ফোন করে বলছে, মন্ত্রিত্ব দেব, আসনটা ছেড়ে দেন। কিন্তু আমার জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন; আরো কিছুর বিনিময়ে আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাব না।”

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এক মতবিনিময় সভায় তিনি এই দাবি করেন।

আরো পড়ুন:

রুমিন ফারহানা বলেন, ‘‘জয়-পরাজয় নির্ধারান হয় ওপরে। কিন্তু আপনারা উসিলা। আমি আপনাদের দরবারে আসছি, আপনাদের উঠান বৈঠকে আসছি, আপনাদের বাড়িতে আসছি, খালি হাতে আসছি। দল বহিষ্কার করছে, এখন আবার বলে মন্ত্রিত্ব দেবে। আমি কোনো কিছুতেই আমার এলাকার মানুষকে ফালাইয়া দিয়া যামু না।’’

তিনি বলেন, ‘‘গত ১৭ বছর কার জন্য লড়াই করেছি, আপনারা জানেন। এখন মিডিয়ার যুগ, সবার হাতে হাতে মোবাইল। কে রাস্তায় লড়াই করছে, কে পুলিশের বাঁধা উপেক্ষা করে রাস্তায় বসে পড়ছে, সংসদে দাঁড়িয়ে কে বলেছে এই সংসদ অবৈধ।’’

স্বতন্ত্র এই প্রার্থী বলেন, ‘‘শুধু একটা কষ্টের কথা বলি, যাদের জন্য এই লড়াই করেছি। আমার প্রাণের দল, যে দলের হাত ধরে আমার রাজনীতিতে আসা। আমার নেতা বেগম খালেদা জিয়া। তিনি আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। তার ভালবাসা, আশ্রয়ে, সহযোগিতায় আমি এতদূর আসছি।’’

‘‘আমার মা বেগম খালেদা জিয়া যেদিন মারা গেছেন, সেই দিন আমাকে বহিষ্কার কর হয়। তিনি জীবিত থাকা অবস্থায় আমাকে বহিষ্কার করা যায় নায়। দেশনেত্রী হাসপাতালে যাওয়ার দুইদিন আগে বলেছিলেন, রুমিন আর সোহেলের ব্যাপারটা কী? রুমিনকে কেন মনোনয়ন দেওয়া হলো না? দল তার কোনো জবাব দিতে পারে নায়। আমাদের মা আল্লাহর মেহমান হয়ে যাওয়ার পর আমাকে বহিষ্কার করা হয়।’’- যোগ করেন তিনি।

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়