বৃষ্টির পর উইকেট বর্ষণে ভারতের কাছে হারল বাংলাদেশ
বুলাওয়ের আকাশে মেঘের ঘনঘটা আর মাঠের লড়াইয়ে বৃষ্টির নাটকীয়তা; সব মিলিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ দ্বৈরথটি ছিল আক্ষেপে মোড়ানো। হাতের মুঠোয় থাকা জয়টি যেন বৃষ্টির ঝাপটায় বাংলাদেশের যুবাদের নিয়ন্ত্রণ থেকে ফসকে গেল। ডিএলএস (ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন) পদ্ধতিতে ভারতের কাছে ১৮ রানের পরাজয়ে মাঠ ছাড়তে হয়েছে আজিজুল হাকিমদের। তাতে হার দিয়ে যুব বিশ্বকাপ শুরু করল সাবেক চ্যাম্পিয়নরা।
বৃষ্টির কারণে ম্যাচের পরিধি শুরুতে ৪৯ ওভারে নামিয়ে আনা হয়েছিল। ভারতের দেওয়া ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ দারুণ সূচনা করেছিল। মাত্র ২ উইকেট হারিয়ে ৯০ রান তুলে ফেলে টাইগার যুবারা। জয়ের সমীকরণ যখন সহজ মনে হচ্ছিল, তখনই দ্বিতীয় দফায় হানা দেয় জিম্বাবুয়ের সেই বেরসিক বৃষ্টি।
দীর্ঘ বিরতির পর ম্যাচ পুনরায় শুরু হলে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। আগে ১৭.২ ওভার খেলা হয়ে যাওয়ায় শেষ ৭০ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৭৫ রান। আধুনিক ক্রিকেটে যা অনায়াসেই সম্ভব ছিল।
কিন্তু বৃষ্টির পর বাইশ গজে নামতেই যেন খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। ১০৬ রানে ৩ উইকেট হারানোর পর শুরু হয় এক অবিশ্বাস্য মড়ক। মাত্র ৪৩ বলের ব্যবধানে এবং ৪০ রানের মধ্যে শেষ ৮টি উইকেট বিলিয়ে দিয়ে আসে টাইগাররা। ফলে ১৬৫ রানের সংশোধিত লক্ষ্য তাড়া করতে গিয়েও ইনিংসের সমাপ্তি ঘটে অনেক আগেই।
বাংলাদেশের যুবাদের মধ্যে আজিজুল হাকিম ৭২ বলে ৫১ রান করেন। রিফাত বেগ ৩৭ বলে খেলেন ৩৭ রানের কার্যকরী ইনিংস। এছাড়া রিজান হোসেন ও কালাম সিদ্দিকি (উভয়েই ১৫ রান) ছাড়া আর কেউ দুই অঙ্কের দেখা পাননি।
ব্যাটিং বিপর্যয়ে ম্যাচ হারলেও বল হাতে বাংলাদেশের যুবারা ছিল অনন্য। ভারতকে ২৩৮ রানে বেঁধে রাখার নেপথ্যে ছিলেন আল ফাহাদ। একাই শিকার করেন ৫টি উইকেট। এছাড়া অধিনায়ক আজিজুল হাকিম ও ইকবাল হোসেন ইমন ২টি করে উইকেট নেন। ভারতের পক্ষে অভিজ্ঞান কুণ্ডু (৮০) এবং বৈভব সূর্যবংশী (৭২) কিছুটা প্রতিরোধ গড়েছিলেন।
পরের ম্যাচে মঙ্গলবার নিউ জিল্যান্ডের যুবাদের মুখোমুখি হবে বাংলাদেশ।
এক নজরে ম্যাচের ফলাফল:
ভারত অনূর্ধ্ব-১৯: ২৩৮/১০ (৪৯ ওভার)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: বৃষ্টির পর লক্ষ্য ১৬৫ (২৯ ওভার)।
ফলাফল: ভারত ১৮ রানে জয়ী (ডিএলএস পদ্ধতিতে)।
ঢাকা/আমিনুল