বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহতের কথা স্বীকার খামেনির
সাম্প্রতিক বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হওয়ার কথা স্বীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা (এইচআরএনএ) অনুসারে, ২৮ ডিসেম্বর অর্থনীতি নিয়ে শুরু হওয়া অস্থিরতার পর ইরানে বিক্ষোভের সহিংস প্রতিক্রিয়ায় ৩,০৯০ জন নিহত হয়েছেন। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে স্পষ্ট তথ্য পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
শনিবার এক ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, অস্থিরতার সময় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। তাদের মৃত্যুর জন্য ‘রাষ্ট্রদ্রোহীরা’ দায়ী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের ‘বিক্ষোভ চালিয়ে যাওয়ার’ আহ্বান জানিয়েছেন এবং নিরাপত্তা বাহিনী যদি তাদের হত্যা করে তবে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন।
শনিবার তার ভাষণে খামেনি জানিয়েছেন, ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘অপরাধী’ বলে মনে করে এবং সাম্প্রতিক অস্থিরতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘জবাবদিহি’ করতে হবে।
তিনি বলেছেন, “আমেরিকার লক্ষ্য হল ইরানকে গ্রাস করা।”
ট্রাম্প এখনোা সর্বোচ্চ নেতার মন্তব্যের প্রতিক্রিয়া জানাননি এবং বিবিসি মন্তব্যের জন্য হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করেছে।
শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা “এমন খবর শুনেছে যে ইসলামিক প্রজাতন্ত্র আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে আক্রমণের জন্য বিকল্প প্রস্তুতি নিচ্ছে।” ইরান যদি এই ধরনের আক্রমণ চালায় তবে তাকে ‘অত্যন্ত শক্তিশালী’ পক্ষকে মোকাবেলা করতে হবে।
ঢাকা/শাহেদ