ঢাকা     রোববার   ১৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে ছুরিকাঘাতে স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ১৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৩৫, ১৮ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে ছুরিকাঘাতে স্ত্রী নিহত

চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম সালমা আক্তার (৩৮)।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ১৪ নম্বর গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর হোসেন মামুন এ তথ্য জানান।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে স্বামী জসিম উদ্দিনের সঙ্গে সালমা আক্তারের ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে জসিম ক্ষুদ্ধ হয়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়। প্রতিবেশিরা ঘটনা জানতে পেরে সালমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা অভিযুক্ত জসিম উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর হোসেন মামুন জানান, জসিমকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 
 

ঢাকা/রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়