ঢাকা     সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ১৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৪২, ১৯ জানুয়ারি ২০২৬
খুলনায় আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

মুফতি আমির হামজা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলার আবেদন গ্রহণ করেছেন আদালত।

আজ সোমবার (১৯ জানুয়ারি) খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি।

আরো পড়ুন:

খুলনার মুখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান খান আবেদন গ্রহণ করে তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ মে মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী বাবুল হাওলাদার মামলা দায়েরের তথ্য জানিয়েছেন। 

এজাহারে উল্লেখ করা হয়, ফেসবুক আইডির মাধ্যমে প্রচারিত মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হয়। এতে কোকোর পরিবার, বিএনপির নেতাকর্মী এবং সংশ্লিষ্টদের মানহানি ও ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।
 

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়