ঢাকা     সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোর আদালত চত্বরে বাদী ও আসামি পক্ষের সংঘর্ষ

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ১৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৩৫, ১৯ জানুয়ারি ২০২৬

নাটোর আদালত চত্বরে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

আদালত সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত একটি মামলার শুনানিতে অংশ নিতে বাদী ও বিবাদী উভয় পক্ষ আদালতে আসেন। দুপুরে শুনানি শেষে বাড়ি ফেরার পথে আদালত চত্বরে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে।

আরো পড়ুন:

আটককৃতরা হলেন- নাটোর সদর উপজেলার গৌরীপুর এলাকার মিজানুর রহমানের ছেলে মিদুল (৩৮), শহরের কান্দিভিটা এলাকার মৃত বাদশা খানের ছেলে জনি খান (২৪) ও লালপুর উপজেলার রামানন্দপুর এলাকার লোকমান সরকারের ছেলে রানা (৪০)।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতেখায়ের আলম বলেন, সোমবার আদালতে মামলার শুনানির তারিখ ছিল। শুনানি শেষে আদালত চত্বরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়