যশোরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে ও গণপিটুনিতে ২ জন নিহত
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রফিকুল ইসলামের ওপর অতর্কিত হামলা করে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা হামলাকারীদের মধ্যে পলাশকে ধরে ফেলে গণপিটুনি দেয়। পরে দুইজনেরই মৃত্যু হয়।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে যশোরের চৌগাছা থানাধীন শলুয়া কলেজের সামনে হামলা করা হয়।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে দুটি হত্যাকাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরো জানান, এই ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে।
নিহত রফিকুল ইসলাম যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের জগহাটি গ্রামের বাসিন্দা। গণপিটুনিতে নিহত পলাশ একই গ্রামের মেলো মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রফিকুল ইসলামের ওপর কয়েকজন অতর্কিত হামলা করে। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। রফিকুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। উপস্থিত জনতা পলাশকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। খবর পেয়ে কোতয়ালি মডেল থানা পুলিশ পলাশকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত রফিকুল ইসলামকে (৫০) ঢাকা নেওয়ার পথে মারা যায় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
দুইজন নিহত হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মোতায়েন রয়েছে।
ঢাকা/রিটন/বকুল