ঢাকা     মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে ৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ২০ জানুয়ারি ২০২৬  
টাঙ্গাইলে ৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন স্বতন্ত্রসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের ৯ প্রার্থী। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিভিন্ন সময়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তারা।

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভূঞাপুর) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী শাকিল উজ্জামান, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. হোসনী মোবারক, টাঙ্গাইল-৫ (সদর) আসনে খেলাফতে মজলিসের প্রার্থী হাসনাত আল আমীন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. কবির হোসেন, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান ও মো. শরিফুল ইসলাম, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে খেলাফতে মজলিসের মনোনীত প্রার্থী মো. আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী এ টি এম রেজাউল করিম আলরাজী, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে খেলাফতে মজলিসের মনোনীত প্রার্থী মো. শহীদুল ইসলাম।

দুই নির্বাচনি জোটের শরিক দলগুলোর সিদ্ধান্তের ফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

ঢাকা/কাওছার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়